Computer basic skills you need to learn freelancing | ফ্রিল্যান্সিং স্কিল শেখার আগে কম্পিউটারের যে বেসিক বিষয় গুলো জানা থাকতে হবে।


আপনি যখন ফ্রিল্যান্সিং স্কিল শিখবেন অথবা শেখার পরে কাজ করবেন আপনাকে প্রতিদিন কম্পিউটার ব্যবহার করতে হবে। ভালভাবে শুরু করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এবং ইন্টারনেট ব্যবহারের উপর ভাল দক্ষতা থাকতে… Read more

আপনি যখন ফ্রিল্যান্সিং স্কিল শিখবেন অথবা শেখার পরে কাজ করবেন আপনাকে প্রতিদিন কম্পিউটার ব্যবহার করতে হবে। ভালভাবে শুরু করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এবং ইন্টারনেট ব্যবহারের উপর ভাল দক্ষতা থাকতে হবে। ফিল্যান্সিংয়ের সকল কাজ বুঝে নেওয়া জমা দেওয়া ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে করতে হয়, এজন্য এই বেসিক বিষয় গুলো অত্যন্ত গুরুত্বপূর্ন।

আমি আগে কখনো কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করি নাই। আমার কী করা উচিত?
উত্তরঃ ফ্রিল্যান্সিয়ের কাজ শেখার আগে আপনাকে কম্পিউটারের বেসিক বিষয়গুলো শিখতে হবে। আপনার নিকটস্থ কোন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন  এর উপর একটি কোর্স করা উচিৎ।

আমার কিছু কিছু বিষয় জানা আছে কিন্তু আমি নিশ্চিত না যে এটা যথেষ্ট কিনা ?
উত্তরঃ নিচের চেকলিষ্টের সঙ্গে মিলিয়ে দেখুন যদি বেশিরভাগ উত্তর হ্যাঁ হয় তাহলে  আপনার  কম্পিউটার বিষয়ে ভাল দক্ষতা আছে এবং ফ্রিল্যান্সিংয়ের যে কোন একটি বিশেষ স্কিল শিখতে পারেন।

কম্পিউটারের অভিজ্ঞতার চেকলিষ্ট

হ্যাঁ – আমি এটা করতে পারি      ? – আমার সাহায্যর প্রয়োজন হতে পারে         না – আমি করতে পারি না।

বেসিক হ্যাঁ ? না
নিজের ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে একটি কম্পিউটারে লগইন করা।
মাউস এর সাহাযে কার্সার সরানো এবং প্রোগ্রাম ওপেন করা।
USB পেনড্রোইভ অথবা কম্পিউটারের হার্ড ড্রাইভে ফাইল সেভ করা।
উইন্ডোজ পরিচিতি      
 একসঙ্গে একাধিক উইন্ডো খোলা এবং ব্যবহার করা।
একটি ডেস্কটপ উইন্ডোর বিভিন্ন অংশের ধারনা থাকা যেমনঃ স্ক্রল বার, টুলবার, টাইটেলবার এবং মেনুবার
যে কোন একটি প্রোগ্রাম খোলা এবং বন্ধ করা।
একাধিক প্রোগ্রাম এবং/ অথবা ফাইল খোলা ও বন্ধ করা ।
ফাইল পরিচালনার জন্য ফোল্ডার কাঠামোর ধারনা থাকা।
ফাইল বা ফোল্ডার মুছে ফেলা।
মাইক্রোসফট ওয়ার্ড      
একটি নতুন ডকুমেন্ট তৈরী করা বা একটি বিদ্যামান ডকুমেন্ট ওপেন করা
একটি ডকুমেন্ট এর ভিতরে বা একাধিক ডকুমেন্ট এর মধ্যে কাট, কপি এবং পেষ্ট করতে পারা
বেসিক ফরমেটিং যেমন, ইন্ডেন্টিং এবং লাইন ব্যবধান, ফন্ট, ফন্ট আকার এবং স্টাইল
আনডু ও রিডো কমান্ড এর ব্যবহার
Spell Checker এর ব্যবহার
একটি ডকুমেন্ট এর মধ্যে টেবিল তৈরী করা
একটি ডকুমেন্ট এর Preview দেখা
পেজ নাম্বার দেওয়া এবং মার্জিনের আকার পরিবর্তন করা।
মাইক্রোসফট এক্সেল      
এক্সেল  এ ডাটা ইনসার্ট করা
কলাম ও রো ইনসার্ট করা ও মুছে ফেলা।
সেল এর রং, ফন্ট পরিবর্তন
সর্ট এর ফিল্টার এর ব্যবহার
বেসিক চার্ট তৈরী করতে পারা
ওয়ার্কশীট এর অংশ ফ্রিজ/বিভক্ত করা
পেষ্ট স্পেশাল কমান্ড এর ব্যবহার
বেসিক ফরমুলার ব্যবহার (যোগ, গড়) ইত্যাদি
লজিক্যাল কন্ডিশন সহ ফরমূলার ব্যবহার (IF, COUNTIF)
ইন্টারনেট      
একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করা।
ওয়েব পৃষ্ঠার মাধ্যমে সামনে ও পিছনে যাওয়া
একটি ওয়েব পেজ থেকে ‍লিংক এক মাধ্যমে অন্য ওয়েব পেজ এ যাওয়া।
সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য খুজে বের করা।
ইমেইল      
একটি ইমেইল সিস্টেম ব্যবহার করে মেইল পড়া, তৈরী, পাঠানো, মুছে ফেলা এবং ম্যাসেজ ফরওয়ার্ড করা।
ইমেইলে এ ফাইল সংযুক্ত করা
ইমেইলে সংযুক্ত ফাইল কে  ওপেন করা বা সেভ করা।
আপনার ফলাফল

কোন অভিজ্ঞতা ছাড়া কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন ?

How to Open A Payoneer Account | কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন

🔥6.1 K

3 Comments

  • Robius Sani <span>October 12, 2018 at 9:37 pm</span>

    স্যার অাসসালামু অালাইকুম, অামি অাপনার ইউটিউব চ্যানেল থেকে বেশ কিছু ভিডিও দেখেছি। অামার অনেক ভালোলেগেছে। স্যার অামি কম্পিউটারের বেশ কিছু কাজ জানি । কিন্তুু অনলাইনে কি কাজ করবো তা ঠিক বুঝতে পারতেছিনা । যদি একটু সাহায্য করতেন । স্যার অামার ই-মেইল এ কি অাপনার নাম্বার দেওয়া যাবে ।

    Reply
  • Md. Jahangir Alam <span>December 5, 2018 at 4:35 am</span>

    I would like to learn freelancing, but it would have been better if I could learn better.
    Please help me.

    Reply
  • Abdul Halim <span>December 22, 2018 at 1:23 pm</span>

    I can 31 programs known.

    Reply

Leave a comment

Your email address will not be published.