আপনি যখন ফ্রিল্যান্সিং স্কিল শিখবেন অথবা শেখার পরে কাজ করবেন আপনাকে প্রতিদিন কম্পিউটার ব্যবহার করতে হবে। ভালভাবে শুরু করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এবং ইন্টারনেট ব্যবহারের উপর ভাল দক্ষতা থাকতে হবে। ফিল্যান্সিংয়ের সকল কাজ বুঝে নেওয়া জমা দেওয়া ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে করতে হয়, এজন্য এই বেসিক বিষয় গুলো অত্যন্ত গুরুত্বপূর্ন।
আমি আগে কখনো কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করি নাই। আমার কী করা উচিত?
উত্তরঃ ফ্রিল্যান্সিয়ের কাজ শেখার আগে আপনাকে কম্পিউটারের বেসিক বিষয়গুলো শিখতে হবে। আপনার নিকটস্থ কোন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর উপর একটি কোর্স করা উচিৎ।
আমার কিছু কিছু বিষয় জানা আছে কিন্তু আমি নিশ্চিত না যে এটা যথেষ্ট কিনা ?
উত্তরঃ নিচের চেকলিষ্টের সঙ্গে মিলিয়ে দেখুন যদি বেশিরভাগ উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার কম্পিউটার বিষয়ে ভাল দক্ষতা আছে এবং ফ্রিল্যান্সিংয়ের যে কোন একটি বিশেষ স্কিল শিখতে পারেন।
হ্যাঁ – আমি এটা করতে পারি ? – আমার সাহায্যর প্রয়োজন হতে পারে না – আমি করতে পারি না।
3 Comments
স্যার অাসসালামু অালাইকুম, অামি অাপনার ইউটিউব চ্যানেল থেকে বেশ কিছু ভিডিও দেখেছি। অামার অনেক ভালোলেগেছে। স্যার অামি কম্পিউটারের বেশ কিছু কাজ জানি । কিন্তুু অনলাইনে কি কাজ করবো তা ঠিক বুঝতে পারতেছিনা । যদি একটু সাহায্য করতেন । স্যার অামার ই-মেইল এ কি অাপনার নাম্বার দেওয়া যাবে ।
ReplyI would like to learn freelancing, but it would have been better if I could learn better.
ReplyPlease help me.
I can 31 programs known.
Reply